বৃষ্টিতে জলমগ্ন হাফলং – শিলচর জাতীয় সড়ক খুললো

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:ভারী বর্ষণের কারণে বন্ধ ছিল হাফলং – শিলচর জাতীয় সড়ক।  শুক্রবার রাত থেকেই পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের দরুন এই রাস্তার বেশ কয়েকটি জায়গায় জল জমে যায়। এমনিতেই পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত হয়ে থাকে। ঠিক এই কারণের জন্যেই এই রাস্তার অবস্থা আরো শোচনীয় হয়ে যায়। পাহাড়ি নদীর জল ফুলেফেপে ওঠায় জল রাস্তা ও সেতুর উপর দিয়ে বয়ে যায়। ফলে শনিবার বেশ কয়েক ঘন্টা যানবাহন বন্ধ ছিল এই রাস্তায়।