খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:আমেরিকার ক্যাটলিনা জয় করে মঙ্গলবার মধ্যো রাতে বাড়ি ফিরলেন সায়ানি। রাত শেয়ার বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। তার সাথে ছিলেন বাবা রাধেশ্যাম দাস ও মা রুপালি দাস। এয়ারপোর্ট থেকে বেরোনোর সময়ে থেকেই তাদের ঘিরে ধরলো সাধারণ মানুষের উচ্ছাস ও উন্মাদনা। শুভেচ্ছা জানান অনেকেই।