বিদেশী ট্রাইবুনাল অর্ডারে আপত্তি

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:নাগরিকত্ব বিলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ভোটার ময়দানে বাস্তবিকই যে কংগ্রেসের ক্ষতি করেছে, পর্যুদস্ত হওয়ার পরও সেটা বোধ হয়ে উপলব্ধি করেননি প্রদেশ নেতৃত্ব। উগ্র জাতীয়তাবাদী সুরে সুর  মিলিয়ে বিল-বিরোধিতা আখেরে ক্ষতির মুখে ফেলেছে কংগ্রেসকে। কিন্তু বিভিন্ন জেলার সভাপতি থেকে নেতা, প্রার্থীরা যখন বিল- বিরোধী অবস্থানে দলের ক্ষতি করার কথা বলেছেন অকপটে, তখন বৈঠকের প্রস্তাবে নাগরিকত্ব বিলের বিরোধিতা অব্যাহত রাখার কথা বলার চেষ্টা করেছিল কংগ্রেস।