খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:ত্রিপুরার সাব্রুম ও বাংলাদেশের রামগড় এলাকায় ফেনী নদীতে নির্মানাধীন ভারত-বাংলাদেশ মাইত্রী সেতু- ১ এর নির্মাণ কাজ, স্থলবন্দর এলাকা পরিদর্শনের পর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেছেন, পরিকল্পনা অনুযায়ী সেতু ও ষ্টল বন্দর কার্যক্রমের মধ্যে দিয়ে ভারত-বাংলাদেশ যেমন বাণিজ্যিক সুবিধা পাবে, তেমনি দুই দেশের মধ্যে একটি ভাতৃত্বের সেতু বন্ধন তৈরী হবে।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...