ম্যাজিক দেখাতে গিয়ে গঙ্গায় তলিয়ে যান ম্যাজিসিয়ান

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:মাঝগঙ্গায় ম্যাজিক দেখাতে গিয়ে তলিয়ে গেলেন এক জাদুকর। ‘ম্যাজিশিয়ান ম্যানড্রেক’ বলে পরিচিত ওই ব্যক্তির নাম চঞ্চল লাহিড়ি। সোনারপুরের বাসিন্দা তিনি। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মিলেনিয়াম জেটির অদূরে। রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও ওই ব্যক্তির খোঁজ পায়নি কলকাতা পুলিসের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রিভার ট্রাফিক পুলিস। এদিন এই ম্যাজিকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার। তিনি বলেন, ওই জাদুকর নিজের খেলা দেখানো শুরুর সময়ে আমি উপস্থিত ছিলাম। পরে আমাকে একটি অনুষ্ঠানে চলে যেতে হয়। বিকেলের দিকে আমি ঘটনাটি জানতে পারি। পুরভবনে এসে আমাকে অনেক করে এই ম্যাজিকের অনুষ্ঠানে থাকতে বলেছিলেন ওই জাদুকর। সেইমতো আমি গিয়েছিলাম। উত্তর বন্দর থানা সূত্রে জানা গিয়েছে, এর আগেও ওই জাদুকর হেঁটে গঙ্গা পারাপার করবেন বলে একটা উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তাতে ব্যর্থ হন। তবে এক্ষেত্রে যে ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা রাখা প্রয়োজন, তা একেবারেই ছিল না বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। ইতিমধ্যেই পুলিস ওই জাদুকরের পরিজন ও বন্ধুদের সঙ্গে কথা বলেছে।