তিন মাসের জন্য বন্ধ ডুয়ার্সের জঙ্গল

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:রবিবার থেকে ৩ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে  ডুয়ার্সের বনাঞ্চল। তবে বেড়াতে আসার পর্যটকদের কথা  মাথায় রেখে খোলা থাকছে বোন উন্নয়ন কমিটিতে পরিচালিত প্রতিটি পর্যটক আবাস।  গভীর জঙ্গলে প্রবেশাধিকার না পেলেও চাইলে এলাকার বাইরে থেকে বর্ষার জঙ্গল উপভগ করতে পারবেন পর্যটকরা।  গভীর জঙ্গলে প্রবেশাধিকার প্রজন ঋতুর কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কয়েক বছর ধরে বর্ষার এই সময় ডুয়ার্সের জঙ্গল পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়ে।