বালুরঘাটে নকল প্রসাধনী সামগ্রী ধরা পড়লো

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:সম্প্রতি বালুরঘাট শহরে নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার হওয়ার ঘটনা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শহরে প্রচুর প্রসাধনী সামগ্রীর দোকান খুলেছে। ওসব দোকানে বিভিন্ন নামিদামী ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী রাখা হয়। কিছু কিছু সামগ্রীতে ৩০-৩৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। কিন্তু নামীদামি ব্র্যান্ডের আড়ালে নকল সামগ্রীও বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর ওসব ব্যবহার করলে ত্বকে মারাত্মক ক্ষতি হতে পারে, বিশেষজ্ঞদের এমন পরামর্শে কমবেশি সকলেই প্রসাধনী সামগ্রী কিনতে গিয়ে হোঁচট খাচ্ছেন। আসল না নকল তা চিনতে গিয়ে বিপাকে পড়ছেন তাঁরা। প্রশাসনের তরফে এনিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। পাশাপাশি নকল প্রসাধনী সামগ্রী বিক্রি রুখতে ওই চক্রের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়ার দাবি উঠেছে।