খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:২৭ সেপ্টেম্বর ২০১৪ তারিখে ইউএনজিএএর ভাষণে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদি প্রথমবার আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস অথবা ইন্টারন্যাশনাল ডে অফ য়োগা পালন করার প্রস্তাব দেন । যোগ ব্যাম হলো ভারতের একটি অমুল্য প্রাচীনতম ওইতিহ্য। যোগ শব্দটি একটি সংস্কৃত শব্দ এবং এটি মূল শব্দ ইউজা থেকে এসেছে।পৌরাণিক কাহিনী অবলম্বনে যোগব্যামের উৎস হয়েছে হিমালয়ের কোলে।২০১৫ সালে রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই দিনটি কে চিহ্নিত করার জন্য ১০ টাকার স্মারক মুদ্রা জারি করে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...