২০১৭ সালের যোগব্যায়াম দিবস

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:২০১৭ সালে লক্ষ্ণৌতে এক অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫১০০০ অংশগ্রহণকারীদের সাথে যোগ দেন এবং যোগব্যায়াম অনুশীলন করেন সবার সাথে। নিউ ইয়র্কে, হাজার হাজার অংশগ্রহণকারীরা টাইমস স্কয়ারে যোগ্যমায়েত হয়েছিলেন যোগব্যায়াম অনুশীলন করার জন্য। জাপান একই বছরে এপ্রিল মাসে অনুষ্ঠানের ঠিক আগে যোগ ব্যায়ামের জন্য একটি সংসদীয় লীগ তৈরি করেছিল। চীনে, সবচেয়ে বৃহত্তর সমাবেশ হয়েছিল।  উক্সির শহরে ১০০০০ অংশগ্রহণকারী এসেছিলেন এই দিনটি পালন করার জন্য।