২০১৯ সালের যোগব্যায়াম দিবস

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:এই বছর অর্থাৎ ২০১৯ সালে রাঁচি শহরে একটি খুব বোরো মাপের অনুষ্ঠান আয়োজন করা হবে যেখানে আশা করা হচ্ছে ৫০০০০ লোকজন এখানে অংশগ্রহণ করবে। এই দিনে থিম হবে “যোগ ফর হার্ট”। আবার কি আমরা কোনো রেকর্ড কায়েম করবো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এখন সেটাই প্রশ্ন|