বিহারে মৃত শিশুদের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০০

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:বিহারে এনসেফেলাইটিসে শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্য ও স্বাস্থ্যমন্ত্রককে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। ইতিমধ্যে প্রায় ১০০ জন শিশু প্রাণ হারিয়েছে। পরিস্থিতি জটিল বুঝে সোমবার বিকেল ৫টায় স্বাস্থ্যদপ্তরের পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মুজফ্ফরপুরে অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোমে মৃত্যু ছুঁয়েছে ১০০। সরকারি রিপোর্ট অনুযায়ী, ৮৩ জন শিশু মারা গিয়েছে শুধু এসকেএমসিএইচে। বাকি ১৩ জন মারা গিয়েছে শহরের কেজরিওয়াল হাসপাতালে। ইতিমধ্যে মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে বিহার সরকার।