বাস দুর্ঘটনাতে মৃত ২৫ আহত ৩৫

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : বৃহস্পতিবার  হিমাচল প্রদেশের  কুলু জেলাতে ৬০ জন সবারি  নিয়ে একটি যাত্রী  বাহি বাস  খাদে  পরে  যায় । সঙ্গে  সঙ্গে  স্থানীয় লোকেরা  উদ্ধার  কার্যে  হাত  লাগায় । তার পরে চলে আসে  সরকারি  উদ্ধার  বাহিনী  এম্বুলেন্স  এবং পুলিশ । এখনো সেইখানে  উদ্ধার  কাজ চলছে ,আহতদের ভর্তি  করা হয়েছে স্থানীয়  হাসপাতালে ,কুলুর পুলিশ  সুপার জানান  ঘটনা স্থলে ১৫ জন এবং হাসপাতালে  ১০ জন মারা  যায় । আহত হয়েছেন ৩৫ জন ।