খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নব কোলেবরা অর্থাৎ জগন্নাথ ,সুভদ্রা এবং বলরামের নতুন নিঁ কাঠ দিয়ে তৈরী মূর্তি করার জন্য এক দল বিশেষজ্ঞ পুরোহিত ,কাঠের মিস্তিরি ,ব্রাহ্মণ এবং গাছ বিশেষজ্ঞ রা নিঁ গাছের খোঁজে বের হয় । স্বরাষ্ট্র মতে নিঁ গাছ অথবা দারু ব্রহ্ম বাছাই করতে গেলে কতগুলি নিয়ম মানতে হয় । একদল ব্রাহ্মণ খালি পায়ে পুরীর মন্দির থেকে ৫০ কিমি হেটে গিয়ে মঙ্গলা দেবীর মন্দিরে আদেশ নিতে যান কোন নিম গাছ থেকে মূর্তি তৈরী হবে । তার পরে বিশেষজ্ঞ মিস্তিরি দ্বারা ওই মূর্তি তৈরী হয় ।