রথ যাত্রার সংক্ষিপ্ত ইতিহাস

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক  : আষাঢ়  মাসের শুক্ল  পক্ষের দ্বিতীয় তে  পুরি সহ  অন্য জায়গায়  জগন্নাথ দেবের যে রথ বের  হয় পরিক্রমার জন্য  তাতে  তিনটি রথ  থাকে , জগন্নাথ দেব যে রথ অধিষ্টান  করেন  তাকে  বলা  হয় নন্দী  ঘোষ । বলরাম  যে রথে  থাকেন  তাকে  বলা হয়  “তালধ্বজ “এবং  ভগ্নি  সুভদ্রা  যে রথে অবস্থান করে তাকে  বলা  হয়  “পদ্ধধজ “। প্রতিটি  রথের মাথায়  কলসের অবস্থান  হয় ।