খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভগ্নি সুভদ্রা যে রথে অবস্থান করেন তার নাম হলো পদ্যধ্বজ রথ ।এই রথটির উচ্চতা হতে হবে ৪৩ ফুট ।আধুনিক মাপ অনুযায়ী ১২.৯ মিটার উচ্চতা । এই রথের বৈশিষ্ট হলো এর ১২ টি চাকা । এই রথটির চাদ রাঙানো হয় লাল এবং কালো রঙে । এই তিনটি রথের বৈশিষ্ট হলো জগন্নাথ দেবের পাশে অবস্থান করেন মদনমোহন ,সুভদ্রার রথের পাশে অবস্থান করেন সুদর্শন এবং বলরামের রথে পাশে অবস্থা করেন কৃষ্ণ ও রাম ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...