খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ রাজ্য বিধানসভাতেই বিজেপির বিরুদ্ধে ব্ল্যাক মানি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি লোকসভা ভোটে তৃণমূলের বিপর্যয়ে কাটমানির ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন দলের অন্দরে । কাটমানি ইস্যু টি প্রবল জনপ্রিয়তা পাওয়াতে এই বার তিনি বিজেপি কে রুখতে ব্ল্যাক মানি নিয়ে সরব হলেন ,বিজেপির লোকসভা তে যে বিপুল খরচ হয়েছে তার পিছনে যে ব্লাকমানির অবদান আছেন তাই নিয়ে তিনি সরব হলেন ।