সুইস ব্যাঙ্কের চারটি একাউন্ট বাজেয়াপ্ত হলো নীরব মোদির

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : এন্টিগুয়ার পরে  নীরব মোদী কাণ্ডে  ভারতের পাশে দাঁড়ালো  সুইজারল্যান্ড । ইডি  সূত্রে জানা গিয়েছে  নীরব  মোদী  ও তার বোনের  চারটি সুইস  ব্যাংকের  একাউন্ট  বাজেয়াপ্ত করেছে ইডি । কিছুদিন আগে লন্ডনে গ্রেপ্তার  হয়ে আপাতত জেল বন্দি আছেন মোদী । তবে  সুইজারল্যান্ড  সূত্রে জানা  গিয়েছে  এন্টিগুয়া  নীরব  মোদির উপর থেকে তাদের সমর্থন তুলে নেবেন , এই চারটি একাউন্টে  রয়েছে ভারতীয়  মুদ্রায়  ২৮৬ কোটি  টাকা ।