নুসরাত কে সমর্থন করলো কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  বসিরহাট  লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ , নুসরাত  জাহান  সম্প্রতি এক  হিন্দু  পাত্র কে বিয়ে করেছেন । বিয়ের পরে তিনি সংসদে  শপথ নেয়ার সময়  হিন্দু  সংস্কৃতি  মেনে  শাঁখা  সিঁদুর  পরে সংসদে  যান  এবং তিনি শপথ নিতে গিয়ে তার  নাম  নুসরাত  জাহান  রুহি জৈন বলে  পরিচয় দেন । এই নিয়ে কিছু মৌলবাদী সংগঠন নুসরাতের  বিরুদ্ধে ফতেয়া  জারি করেছে ,এর বিরুদ্ধে  প্রতিবাদ  জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন  প্রত্যেকটি  মানুষের  সাংবিধানিক অধিকার  রয়েছে  নিজের ধর্মচারণ করা  এটি পাকিস্তান  না “।