বিরোধী দলের নেতার পদ ছাড়তে চান তেজস্বী

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সদ্য  সমাপ্ত  লোকসভা  নির্বাচনে  আর  জেডি   পার্টির  বিহারে  ভরাডুবির  কারনে   বিরোধী  দল নেতার  পদ  ছাড়তে  চাইছেন  তেজস্বী  প্রতাপ  দলীয়  বিধায়ক  দের   সঙ্গে  বৈঠকে।  কিন্তু  বিধায়করা  ওই  প্রস্তাব  খারিজ  করেদেন ।  আর  জেডির  পরিষদীয়  দল  জানান  তিনি  সরে  দাঁড়ালে  বিধায়করা  তাদের  পদ  থেকে  ইস্তফা দেবে।