সৌরভ গাঙ্গুলীর সম্মন্ধে কিছু তথ্য

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  সৌরভ  গাঙ্গুলী ১৯৯০ থেকে ২০১০ অব্দি বাংলার  হয়ে  রণজিৎ ট্রফি খেলেছেন  এবং অধিনায়কত্ব  করেছেন । ২০০০ সালে ইংল্যান্ড  কাউন্টি  ক্রিকেটে  লঙ্কাশায়েরের  হয়ে  প্রতিনিধিত্ব  করেন । ২০০৫ সালে তিনি  প্রতিনিধিত্ব  করেন গ্লামারগানের  হয়ে । ২০০৬ সালে  তিনি ইংল্যান্ডের  ঘরোয়া  ক্রিকেটে  প্রতিনিধিত্ব  করেন নর্থাম্পটন শায়রের  হয়ে । ২০০৮ -২০১০ তিনি  কলকাতা নাইট  রাইডার্স  দলের অধিনায়ক ছিলেন এবং আইপিলে  অংশগ্রহণ করেন এবং ২০১১-১২ সালে তিনি আইপিএলে  পুনে ওয়ারিয়র্স হয়ে অংশগ্রহণ করেন ।