বিজেপি র শক্তি পরীক্ষায় ভয় পাচ্ছে – সিদ্ধারামাইয়া

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : গত শুক্রবার  কর্ণাটকের  বিধানসভার জরুরি অধিবেশন শুরু হয় ১১ দিনের জন্য । অধিবেশনের শুরুতেই  মুখ্যমন্ত্রী স্পিকারের কাছে আর্জি জানান আস্থা  ভোটের । এই  পরিপ্রেক্ষিতে  কংগ্রেসের  নেতা  সিদ্ধারামাইয়া  বলেন ,আমরা  আত্ববিশ্বাসী  তাই আস্থা  ভোট চেয়েছি ,বিজেপি আস্থা  ভোটে ভয় পাচ্ছে  কারণ তারা  জানেন  তাদের দলের  মধ্যেই  প্রচুর বিধায়ক আছে যারা আমাদের ভোট দেবেন ।