কাঁচরাপাড়া পুরসভা ফের দখলে যাচ্ছে তৃণমূলের

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : বিধায়ক সুভ্রানশু  রায়ের সাথে সাথেই  ১৭ জন কাউন্সিলর বিজেপিতে   যোগদান করেন দিল্লী তে গিয়ে । সেই দলে ছিলেন চেয়ারম্যান  সুদামা  রায় । ৪৮ ঘন্টার  মধ্যেই ৫ জন কাউন্সিলর তৃণমূলে ফেরত এসেছিলেন  এবং আজ  বাকি  ১২ জন কাউন্সিলরের মধ্যে চেয়ারম্যান  সহ  ৯জন তৃণমূলে ফিরছে  তার পরে  ২৪ সদস্য  কাঁচরা  পাড়া পুর বোর্ডে  ১৯ জন হলো তৃণমূলের , পুরসভা  তৃণমূলের দখলে থাকবে ।