গুরু পূর্ণিমা

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : হিন্দু ও বৌদ্ধ ধর্মের ঐতিহ্য  মতে  এই  দিনটি পালিত হয় । গুরু  অথবা  আচার্য্য কে এই দিন পুজো  অথবা সম্মানিত করা হয় ।দিনটি আসার  পূর্ণিমা  শুক্লাপক্ষে  পূর্ণতিথিতে  এই দিনটি উদজ্ঞাপন করা হয় । গু  শব্দের  অর্থ অন্ধকার  অথবা  অজ্ঞতা  এবং রু  শব্দের অর্থ যা  অন্ধকার  কে দূরীভূত  করে । অর্থাৎ  গুরু  শব্দের দ্বারা  এমন  ব্যক্তি কে  ইঙ্গিত করা যিনি অন্ধকার দূরীভূত  করেন ।