হিন্দু বিশ্বাস ও গুরু পূর্ণিমা

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  হিন্দু  বিশ্বাস  মতে  আসার  মাসের  পূর্ণিমার  শুক্লাপক্ষে   মহাভারত  রচয়িতা  মহর্ষি  বেদব্যাস  এই দিনটি  তে জন্মগ্রহণ  করেছিলেন । তার  পিতা  ছিলেন  মহামুনি  পরাশর  এবং মাতা  ছিলেন সত্যবতি ,তাই এই দিনটি কে কখনো কখনো ব্যাস  পূনিমাও  বলা  হয় । হিন্দু  বিশ্বাসে গুরু  পূর্ণিমা একটি  অত্যন্ত  গুরুত্বপূর্ণ উৎসব ।