খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :শনিবার দিন দুপুরে কলকাতা পুরসভার দপ্তরে ”উত্তমমঞ্চ ” র বিষয়ে জানতে হাজির হয় সিবি আই এর এককর্তা। তার আগে পুরসভাকে চিঠি দিয়ে তারা বিষয়টি জানিয়েছিল। চিটফান্ড সংস্থা আইকোর কি ভাবে উত্তম মঞ্চের মালিক হল বা কি ভাবেই তা পুরসভার হাতে এল এই ব্যপারে বিশেষ জানতে চায় এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সবচেয়ে বেশি সন্দেহ জনক ব্যপার হল রাজ্য সরকারে জমিতে তৈরী ঐ নাট্য মঞ্চটি কি করে আয়করের হল তাই নিয়েই প্রশ্ন।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...