খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কার্গিল বিজয় দিবস উপলক্ষে সারা দেশের এনসিসি ক্যাডেটদের জন্য বিশেষ জাতীয় সংহতি কাম্পের আয়োজন করেছে ভারতীয় সেনারা । এই ক্যাম্প চলবে লেহ তে ১২ দিন ধরে । এই ছাড়া লাদাক অঞ্চলে ছাত্রছাত্রীদের জন্য রচনা ও ছবি আকার প্রতিযোগিতা করা হয়েছে ।এই ছাড়াও পোলো তীরন্দাজি ও ২০ মাইল ব্যাপী এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করে ভারতীয় সেনা বাহিনী ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...