খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৯৩৫সালে মার্কিন কংগ্রেস ঘোষণা করেন যে আগস্টের প্রতিবছর প্রথম রবিবার টিকে বন্ধুত্ব দিবস হিসাবে উদজ্ঞাপন করা হবে । সেই থেকে বন্ধুত্ব দিবস হয় জাতীয় উদযাপিত দিবস গুলির মধ্যে একটি । এটি খুব শিগ্রই জনপ্রিয়ও হয়ে ওঠে এবং ক্রমেই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের রূপ লাভ করে ।