পন্ডিত জওহরলাল নেহেরু

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : ভারতের  জাতীয় কংগ্রেসের  স্বাধীনতা  আন্দোলনের অন্যতম প্রধান নেতা পন্ডিত  জওহরলাল  নেহেরু  নতুন ভারতের  প্রথম প্রধানমন্ত্রী  হন । তিনি  জন্মেছিলেন ১৪ নভেম্বর  ১৮৮৯ সালে  তার  পিতার  নাম ছিল পন্ডিত  মতিলাল  নেহেরু । তিনি  ছিলেন  স্বাধীন ভারতের  প্রধানমন্ত্রী । তিনি ছিলেন একজন  দূরদৃষ্টি  সম্পন্ন  আদর্শ  বাদী  আন্তর্জাতিক  খ্যাতিসম্পন্ন  কূটনীতিবিদ । তিনি  প্রয়াত  হন ১৯৬৪ সালের  ২৭ মে ।