
খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সারা বিশ্বের মুসলিম জনগণ বিশ্বাস করে যে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন ইব্রাহিম কে তার পুত্র সন্তান ঈশামেল্ কে আল্লার উদ্যেশে কুরবানী দেয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত সে পুত্র সন্তানের পরিবর্তে ভেড়া কে কুরবানী দিয়ে সে কুরবানীর কাজটি সুসম্পন্ন করে । আরবীয় ভাষা তে এটিকে বলা হয় ঈদ উল আদা , এবং ভারতীয় উপমহাদেশে এটি কে বলা হয় বিক্রি ঈদ ।