মথুরায় রাসলীলা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : কৃষ্ণজন্মাষ্টমী  উপলক্ষে  মথুরাতে  খুব ধুমধাম  করে রাসলীলা  পালিত হয় । এই ছাড়াও  দেশের  অন্যান্য জায়গায়  যথাক্রমে বৃন্দাবন এবং রাসলীলা  অনুষ্ঠান  খুব ধুমধাম  করে পালিত  হয় । রাসলীলা  শ্রী কৃষ্ণের  ছোট  বয়েসের  কর্মকান্ড  দেখানো  হয় । অন্যদিকে  দধি  হান্ডি  প্রথায় কৃষ্ণের  দুষ্ট  স্বভাব  প্রতিফলিত করা  হয় ,যেইখানে  কয়েকজন শিশু মিলে  উচ্চস্থানে  বেঁধে  রাখা  মাখনের হাড়ি  ভাঙতে চেষ্টা  করে । তামিল নাডুতে  এই প্রথা  কেবলে  “উড়িয়াদি “।