গ্রাহক বাড়াল জিও

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক:গত  জুনমাসে  ট্রাইয়ের  প্রকাশিত  রিপোর্ট  অনুযায়ী  মোট  ৫৬.৯৭  লক্ষ  গ্রাহক  হারিয়েছে  ভোডাফোন  ,  আইডিয়া ,  এয়ারটেল   হারিয়েছে  ১৫.০৮  লক্ষ  গ্রাহক।  অন্য দিকে   রিলায়্যান্স  জিও  তাদের  গ্রাহক  সংখ্যা  বাড়িয়েছে  ৮২.০৬  লক্ষ।  বি.এস.এন. এল  বাড়িয়েছে  ২.৬৬  লক্ষ  গ্রাহক ।  তবে  গ্রাহক  কমে  গেলেও  মোট  গ্রাহক  সংখ্যার  বিচারে  এক  নম্বরেই  আছে  ভোডাফোন  –  আইডিয়া ।  তাদের  গ্রাহক  সংখ্যা  ৩৮.৩৪  কোটি  জিও  ৩৩.১২  কোটি।