কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বাড়ী বদল করল দিলীপ ঘোষ

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক : আজ রাজ্য  বিজেপী    সভাপতি তথা  সাংসদ   দিলীপ   ঘোষের নিরাপত্তার  কারনে  সল্টলেকের  এ এল  ব্লকের  ভাড়াবাড়ী   থেকে  কাছেই  একটি  বড়  বাড়ীতে   স্থানান্তরিত  হলেন  তিনি|   বর্তমানে তিনি  ”জেড   ক্যাটাগরীর ”  নিরাপত্তা  পান।  তার  সঙ্গে   আছেন ২২  জন  দেহরক্ষী  তার  মধ্যে  ৫  জন  এন.  এস. জি  কমান্ড ও  পুলিশ ।  এত  জন  এক  সঙ্গে  থাকার  জন্য  বড় বাড়ী   প্রয়োজন  ছিল ।  তাছাড়াও  অতিথিদের  ভীড়   তার  সঙ্গে  লেগেই  থাকে  ।  তার  জন্য  ও  বাড়ি  বদল  করা  হল।