খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আই এল এন্ড এফ এস এর কোহিনুর সিটি যেন এল এর অর্থ তছরুপের রূপের মামলায় ইডির মুম্বাইয়ের দফতরে হাজিরা দিলেন মহারাষ্ট্রের ” এম এন এস ” দলের প্রতিষ্ঠাতা রাজ্ ঠাকরে ও তার পরিবার । তাদের হাজিরা ঘিরে বিক্ষোভের আশঙ্কায় মুম্বাইয়ে ইডির কার্যালয়ের সামনে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য প্রশাসন। তবে আজ মুম্বাই বন্ধনের ডাক দিয়ে ও তা প্রত্যাহার করে নিয়েছে এম এন এস ( মহারাষ্ট্র নব নির্মাণ সমিতি)।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...