খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত বৃহস্পতিবার বকেয়া টাকা না মেটানোর দায়ে ছটি বিমান বন্দরে তেল বিপণন সংস্থা গুলি এয়ার ইন্ডিয়াকে জ্বনালী তেল সরবরাহ করা বন্ধ করে দেয় । সংস্থার দাবী এতে উড়ান পরিষেবার কোন ব্যঘাত ঘটেনি। এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক জানান বকেয়া শোধ করা হবে।এই অর্থবর্ষে তাদের আর্থিক অবস্থা গত বৎসরের তুলনায় ভাল।