কোন সময় ও মাসে গনেশ পুজো হয়

খবর  ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক  : হিন্দু  পঞ্জিকা  অনুযায়ী  সিদ্ধিদাতা  গনেশের জন্মউৎসব  পালিত  হয়  ভাদ্র  মাসের  শুক্লা  চতুর্থী  তিথিতে । সাধারণত এই দিনটি ২০অগাস্ট  থেকে ১৫ সেপ্টেম্বরের মাঝে  কোনো একদিন পরে । এই  উৎসবটি শুরু  হয় শুক্লা  চতুর্থী  তে  চলে ১০ দিন  শেষ হয় অনন্ত চতুর্দশীর  দিন । পূজার  প্রশস্থ  সময় মধ্যানে  ১ ঘটিকার মধ্যে ।