খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পুনা শহরের বিখ্যাত গনেশ মন্দির হলো শ্রীমান দাগরু শেঠ হালোয়াই গণপতি মন্দির । এই মন্দির টি তে সারা বছর লক্ষ লক্ষ লোক দর্শন করেন । মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী গনেশ চতুর্থীর উৎসবের মাঝে একটি দিন অবশ্যই এই মন্দিরটি দর্শনে আসেন । ২০১৭ সালে এই মন্দিরটির ১২৫ বছরের উৎসব খুব ধুমধামের সাথে পালিত হয়েছিল । এই মূর্তি টি এতই দামি যে এটির মন্দির কর্তৃপক্ষ এই মূর্তিটিকে ১ কোটি টাকার বীমা করিয়ে রেখেছেন ।