খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দাগরু শেঠ হালুয়াই ছিলেন কর্ণাটকের লিঙ্গায়ত সম্প্রদায়ের মানুষ যিনি ব্যবসা সূত্রে পুনেতে এসে ব্যবসা শুরু করেন ।পেশায় তিনি একজন মিষ্টি ব্যবসায়ী । মিষ্টির ব্যবসা করতে গিয়ে তিনি “হালোয়াই” পদবীটি পান । তার পুরোনো মিষ্টির দোকান “দাগরু শেঠ ” (কাকা হালুয়াই সুইট)এখনো পুনের দত্ত মন্দিরের কাছে অবস্থান করছে । তিনি ১৮০০ ক্রিস্টাব্দে পুনা শহরে এসেছিলেন ,তার স্ত্রীর নাম ছিল লক্ষ্মী বাই । তিনি ১৮৯৩ সালে মন্দিরটি তৈরী করেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...