খবর ঘণ্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সারা দেশের বিভিন্ন শহরের মত হায়দ্রাবাদেও গনেশ পুজোর রেওয়াজ অনেক দিন ধরেই প্রচিলিত আছে । সারা শহর জুড়ে ছোট বড় অনেকগুলি গনেশ পুজো হয় । হায়দ্রাবাদে সব থেকে বেশি নজর কারে খৈরতাবাদে ৬১ ফুটের সিদ্ধিদাতা গনেশের মূর্তি । এটিকে দেশের সব থেকে বড় গনেশ মূর্তি বলে মানা হয় । এই বার মূর্তিতে রয়েছে ১২ টি মাথা ২৮ টি হাত এবং ৭ টি ঘোড়া , তৈরী করতে রাজ্যের ১৫০ শিল্পী হাত মিলিয়েছে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...