খবর ঘণ্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গণপতি উৎসবের প্রথম দিন গনেশ চতুর্থীতে এটি শ্রদ্ধা ও ভক্তি ভরে এনে গনেশ মূর্তিকে প্যান্ডেলে স্থাপনা করা হয় । সেই দিন শুদ্ধ কাপড় ও বস্ত্র পরিধান করে ভক্ত বৃন্দ ভক্তিভরে দেবতা কে গঙ্গা জলে বেদিস্থান পবিত্র করে তাকে স্থাপন করে । দুপুরবেলার একটি নির্দিষ্ট সময়ে গনেশ পুজো শুরু হয় । গণপতি উৎসবের প্রথম দিনটিকে বলা হয় স্থাপনার দিন , এই পুজোর প্রধান অর্ঘ্য হলো মোদক অথবা লাড্ডু ।