ডক্টর রাধাকৃষ্ণন ও তার অধ্যাপনার জগৎ

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  ডক্টর  রাধাকৃষ্ণন ১৯১১ সালে মাড্রাস্  ক্রিশ্চান  কলেজে  ফিলোসফির অ্যাসিস্ট্যান্ট  প্রফেসর  হিসাবে যোগদান করেন ।পরবর্তী কালে  মাইসোর  উনিভার্সিটর ফিলোসফির  প্রফেসর হন ১৯১৮ থেকে ১৯২১ সাল অব্দি ।কলকাতা  উনিভার্সিটির অধ্যাপনা করে ১৯২১-১৯৩২ সাল  অব্দি ।অক্সফোর্ড উনিভার্সিটির সঙ্গে যুক্ত হন ১৯৩৬ থেকে  ১৯৫২ সাল ,এবং প্রথম ভারতীয় অধ্যাপক হিসাবে অক্সফোর্ড  উনিভার্সিটিতে  নিয়োজিত  হন । শিকাগো  উনিভার্সিটি  তে  ১৯৩০ সালে আমন্ত্রিত অধ্যাপকের  করেন । ১৯৩১ সালে  তিনি কঁইটহুড উপাধিতে  ভূষিত হন ।