খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : হিন্দু বিশ্বাস অনুযায়ী যেহেতু পিতৃ পক্ষ প্রেতকর্ম (শ্রাদ্ধ ) অর্থাৎ মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠানের জন্য পালিত হয় , সেই জন্য এই পক্ষে পূজা -পাঠ অথবা শুভকর্মের জন্য প্রশস্থ নয় । দক্ষিণ অথবা পশ্চিম ভারতে গনেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা ) তিথিতেই এই পক্ষ সূচিত হয় , এবং সমাপ্ত হয় সর্ব পিত্র অমাবস্যা বা মহালয়া দিবসে । উত্তর ভারত এবং নেপালে ভাদ্রের পরিবর্তে অশ্বিন মাসের কৃষ্ণ পক্ষ কে পিত্রি পক্ষ বলা হয় ।