পিত্র লোক

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : হিন্দু  বিশ্বাস অনুযায়ী  জীবিত ব্যক্তির পূর্বের  তিন পুরুষ  অব্দি  পিত্রি  লোকে  বাস  করে । এই লোকের  শাসক  হচ্ছেন ধর্মরাজ  যম । তিনি অথবা  তার দূত  সদ্য মৃত  ব্যক্তির আত্মা  কে মোর্তো থেকে পিত্রি  লোকে  নিয়ে যান । পরবর্তী প্রজন্মের  এক জনের  মৃত্যু  হলে পূর্ববর্তী  প্রজন্মের এক জন স্বর্গলোকে গমন করেন এবং পরমাত্মায় লিন  (ঈশ্বরে ) হন । এই  প্রক্রিয়াতে  তিনি শ্রাদ্ধও  অনুষ্ঠানের  উর্ধে  উঠে যান ,এই জন্য জীবিত ব্যক্তির  পূর্ববর্তী  তিন পুরুষের শ্রাদ্ধ  অনুষ্ঠান হয়ে থাকে ,শ্রাদ্ধানুষ্ঠানে  ধর্মরাজ  যমের  একটি বিশেষ ভূমিকা থাকে ।