উত্তর মুম্বাই সার্বজনীন দুর্গোৎসব

খাবার  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : এই পুজোটিকে  বলিউডের  তারকাদের পুজো  বলা  হয় । গত কয়েক  দশক ধরে  মুম্বাইয়ের  জুহু  তারা  রোডে ,শান্তাক্রুজ  -পশ্চিমে এই পুজোটি অনুষ্ঠিত  হয়ে আসছে ।মুম্বাইয়ের একটি  বিখ্যাত পাঁচ তারা  হোটেল  এই পুজোর  সাথে যুক্ত ।কাপুর পরিবার  কেও  এই পুজো তে দেখা  যায় ।এই পুজোর বৈশিষ্ঠ্য  হলো দশমীর সিঁদুর  খেলা  ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।