বালিগঞ্জ কালচারাল

খবর  ঘণ্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  ঐতিহ্যের  সঙ্গে আধুনিকতার মিশেল  হচ্ছে এই  ক্লাবের পুজোর পরিচয় । এই  পুজো এই বার ৬৯ তম  বর্ষে পদার্পন  করলো । বাঁশ ও লোহা  এই দুই  পরিবেশ বান্ধব  উপকরণের  যুগলবন্দি আলাদা  করে চেনাবে এই পুজোকে । মণ্ডপ সজ্জায়  থাকছে বাঁশের  তৈরী জালি । তার  মধ্যে আলোর কায়দা । ভিন্ন মাত্রা যোগ করবে  মরছে ধরা  লোহার  কাজ ,সব মিলিয়ে প্রাচীন ও নবীনের মেলবন্ধন প্রতিমা  সাবেক ধরণের ।