সাবর্ণ রায় চৌধুরীদের পুজো

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : এই  পরিবারের কাছ থেকে ইস্টইন্ডিয়া  কোম্পানি  ১) কলকাতা ২) সুতানুটি  ৩) গোবিন্দপুর এই তিনটি গ্রাম  লিজ  নিয়েছিল ১৭শতাব্দী  তে । তার  পরেই  কলকাতা শহরের পত্তন  হয় । এর পর  পরিবার আলাদা  হয়  কিন্তু  বেহালার  বরিশার  ৮ চালার  পুজো অনুষ্ঠিত   দূর্গা  দালানে  কয়েকশো বছর  ধরে । বড়  বড় দুটি  লাইনে  খিলানের  প্রান্তে   ৮ চালার  পুজোটি  বিখ্যাত  হয়ে  আছে কলকাতার  সব থেকে পুরোনো  বনেদি  বাড়ির পুজো  হিসাবে ।