খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৮৬০ সালে রাঁধা গোবিন্দ মল্লিক তার আদি বাড়ি থেকে চলে আসেন । ১৯২৫ সাল থেকে ভবানীপুরের মোহনীমোহন রোডের তার নতুন বাড়িতে দূর্গা পুজো শুরু করেন । এই বনেদি বাড়ির পুজো আরো বৈশিষ্ট্য পায় ,বাংলার চলচিত্র জগৎের নায়ক রঞ্জিত মল্লিক ও তার মেয়ে কোয়েল মল্লিকের পরিচয়ে ।