খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দুর্গাপূজা হলো হিন্দু দেবী দুর্গার পুজোকে কে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব । দূর্গা পূজা সমগ্রহ হিন্দু সমাজেই প্রচলিত ।তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব । অশ্বিন অথবা চৈত্র মাসের শুক্ল পক্ষে দূর্গা পূজা সম্পন্ন করা হয় ।অশ্বিন মাসের দূর্গা পূজা কে বলা হয় শারদীয় দূর্গা পূজা এবং চৈত্র মাসের দূর্গা পূজা কে বাসন্তী দূর্গাপূজা নামে ডাকা হয় । তবে শারদীয়া দুর্গাপূজার ই চলন বেশি ,বাসন্তী দূর্গা পূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যেই সীমিত ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...