ব্রহ্মবৈবর্ত পুরান

Tezpur: An artist gives finishing touches an idol of Goddess Durga for upcoming Durga Puja festival at Tezpur in Assam, Sunday, Oct 7, 2018. (PTI Photo) (PTI10_7_2018_000146A)

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : ব্রহ্মবৈবর্ত পুরান  অনুসারে কৃষ্ণ  কে দূর্গা পূজার  প্রবর্তক বলা  হয় । বিভিন্ন দেব দেবীরা  কি ভাবে দূর্গা  পূজা  করেছিল তার একটি তালিকা এই পুরানে  পাওয়া যায় । তবে এই প্রসঙ্গে  কোনো পৌরাণিক  গল্পের  বিস্তারিত বর্ণনা  এই পুরানে  দেয়া হয়নি । সৃষ্টির  প্রথম যুগে পরমাত্ত্বা  কৃষ্ণ  বৈকুন্ঠের আদি -বৃন্দাবনের ,মহারাশ  মন্ডলে  প্রথম দূর্গা  পূজা করেন । তার পরে মধু ও কৈটভ  নামক দুই অসুরের  ভয়ে ব্রহ্মা  দ্বিতীয় দূর্গা  পূজা  করেছিলেন ।