তৃতীয় ও চতুর্থ দূর্গা পূজা

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক   : ত্রিপুর  নামক এক অসুরের সাথে  যুদ্ধ করতে গিয়ে বিপাকে পরে শিব  তৃতীয় দূর্গা  পূজা  করেছিলেন ,আবার দুর্বাসা  মুনির সাপে  লক্ষী কে হারিয়ে  দেবরাজ  ইন্দ্র  যে দূর্গা  পূজার আয়োজন করেছিলেন  সেটি হলো চতুর্থ দূর্গা  পূজা । তার  পর থেকে পৃথিবীতে মুনি ঋষি  ,সিদ্ধ পুরুষ ,দেবতা ও মানুষেরা নানান দেশে নানান সময়ে  দূর্গা  পুজোর আয়োজন করে আসছেন ।