লন্ডনের দুর্গা পূজা

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  লন্ডনের   ঐতিহ্যবাহী  কামডেনের  দুর্গাপূজা  এই বার  ৫৬ বছরে  পা দিলো ,এই বছর ৪-৮ অক্টোরের  মধ্যে মহাধুমধামের সাথে  পূজাটি সম্পন্ন  হবে স্থান হলো  লন্ডনের সুইস  কটেজ লাইব্রেরি  যা মেট্রো রেল  স্টেশন থেকে ২০ গজ  দূরে । এই খানে  প্রতিদিন  পুষ্পাঞ্জলি ,দুপুরে  ভোগ,বিকালে সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন করা হয় । দশমীর সিঁদুর খেলা এই পুজোর অন্যতম বৈশিষ্ট ।